রমণী
সুমন রঞ্জন সেন
03/07/2019
নারী ছাড়া জগত শূন্য এতো ধৈর্য্য চলার পথে,
মায়ার টানে কতো আপন টেনে তুলে জীবন রথে।
জন্ম দানে নারী মাতা পালন করেন বক্ষ রেখে,
দুগ্ধ পানে শক্তি মিলে আগলে রাখেন স্নেহ মেখে।
চলার পথে শুধু যত্ন চিন্তা করেন কর্ম মাঝে,
শিক্ষা নিবে মানুষ হবে বাঁচবে এবার নব সাজে।
বিদ্যালয়ে যাত্রা যখন ক্লাসে থাকেন দিদিমণি,
এমনি চলে পড়ার পালা সাথে থাকেন দাদামণি ।
বন্ধু মানে সবাই সঙ্গ সাথী কেবল সত্যি আপন,
মনের কথা মানলে পরে শান্তির মাঝে জীবন যাপন।
টাকা পয়সা বেড়ে চলুক মঙ্গল সদা মনে ভাবে,
চিন্তা করে পুনঃ পুনঃ শান্তি রাখতে নারী পাবে।
জীবন মাঝে যখন নারী হয়ে যায় যে অর্ধাঙ্গিনী,
সবাই ছেড়ে হৃদয় জুড়ে দেখবে যেন সর্বাঙ্গিণী।
প্রেমের রসে সাজে অন্তর শত রঙ্গের দেখবে খেলা,
মনের মিলন মধুর হলে জীবন মাঝে যৌবন মেলা।
নিত্য কর্মে ব্যস্ত ঘরে খাবার করছে নানা রকম,
শান্তি রাখতে নিজের সংসার ধন্য করতে নারী জনম।
নারী মর্ম বুঝবে যারা রাখবে সদা বক্ষ চিরে,
মায়ার কারণ শত লীলা জীবন মাঝে আছে ঘিরে।