ঋণের বোঝা
সুমন রঞ্জন সেন
01/08/2019
জন্ম থেকে ঋণের বোঝা
কেবল বেড়ে যাচ্ছে,
ঋণের চিন্তায় অশ্রু ঝরে
মাথা পুরো খাচ্ছে।
নিত্য আয় এ মোটামুটি ,
চলছি ভবের পারে,
হঠাৎ বোঝা বেড়ে গেলে
ঋণের বোঝা বাড়ে।
এমন জ্বালা কমবে কবে
হাসি ফুটবে অন্তর,
শত চিন্তায় মাথা ব্যথা
চলার গতি মন্থর।
কোনো দিশা পাচ্ছি না যে
চলব কেমন ভাবে,
কা'কে বলব মনের কথা
হয়তো দুঃখ যাবে।
আশা জাগলে কেবল বুকে
বাড়তে থাকে ব্যথা,
কেমন ভাবে চলব ভবে
শুনি নানা কথা ।
Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.