রঙিন সাজে
                শ্রী সুমন রঞ্জন সেন
               ০৯/০২/২০১৯ইং

ঝরে গেছে গাছের পাতা
জাগে পুনঃ নব আশা,
আসা যাওয়া এইতো খেলা
ফাঁকে ফাঁকে ভালোবাসা।

ভালোবাসায় পূর্ণ  এ গাছ
প্রেমের শত ছবি আঁকা,
ঢেউ খেলে অন্তর মাঝে
মনের মিলন মধু মাখা।

মুক্তাকাশে চঞ্চল হৃদয়
অন্তর আকাশ কেঁদে চলে,
শত ছবি ভেসে উঠে
তরঙ্গ যে সাগর জলে।

নয়ন কেবল দেখে আকাশ
কল্পনা জাগে নয়ন মাঝে,
এতো শাখা যখন দেখা
হৃদয় তখন রঙিন সাজে।

Suman Ranjan Sen
Karimganj, Assam, India.