রঙিন হৃদয়
         সুমন রঞ্জন সেন
           22/03/2019
হোলির যে শুভ লগ্নে
প্রেমে ভরা হৃদয় সাগর
রঙিন হৃদয়...
হস্ত মাঝে শত রঙের আবির
চিকণ গাল ও রাঙা চরণ সাজবে যে এবার
রঙিন তনু সেজে উঠবে...
মুচকি হেসে  মগ্ন খেলায়
অন্তরে যদি হাসি না থাকে তবে...
কেমন করে হবে হোলি খেলা
শুধু আবির থাকলে হবে!
এই খেলা ক্ষণিকে আনন্দ
নব্য যুগে তেমন খেলা যে নয়
এই রাধা কৃষ্ণের ঐ রঙিন হৃদয়
হোলির উদয়...
হোলি খেলা বৃন্দাবনে
শত ভাব মধুর মনে
সখা-সখীর মিলন সেথায়
নৃত্য লীলা আঙ্গিনায়
বসন্ত বাতাসে...
রঙিন হৃদয় হোলি খেলে।

Suman Ranjan Sen
Karimganj,Assam,India.