রাধার বিরহ
সুমন রঞ্জন সেন
17/08/2019
কানুর লাগিয়া সকল ছাড়িয়া
কানু নাকি বসে আছে।
জীবন সাথীর। এত যে খাতির
দেখা পেলে মনে নাচে।।
মনের এমন বেদনা কেমন
প্রিয় কি বুঝিতে পারে!
শুধু দূরে দূরে দেখা বংশী সুরে
বসে থাকে নদী ধারে।।
দেখার আশায় হৃদয় কাঁদায়
তবু কেন মনে জাগে।
বিরহে নয়ন আমার গগন
একা একা উঠে রাগে।।
উথাল পাতাল কখন মাতাল
চোখে ভাসে শুধু ছবি।
পীরিতি করিতে বলিতে বলিতে
সাথে দোলে মোর রবি।।
মনের আকাশ কোমল বাতাস
তোমা ছাড়া মরে থাকি।
পরশে হৃদয় ভাবের উদয়
তনু মাঝে তনু রাখি।
প্রেমের খেলায় মিলন মেলায়
প্রেম রসে দোলে দোলে।
কালা ছাড়া রাধা পায় শুধু বাঁধা
মায়া ভরা ভব কূলে।।
Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.