"পুনঃ স্ব-ভাব"
                সুমন রঞ্জন সেন
                   27/10/2018
জানি না কেন? এত বিলম্ব,
কাজে ডুবেছো ,না স্বভাব তাহা
অন্তরালে চিন্তা করো,
কেমনে হচ্ছে দেরী।
বেতন তো কম নয়,
কেন প্রতারণা!
আচরণের উপর হয়তো বলবে কেহ
শিক্ষা যখন কাজের উপর
তাইতো নেওয়া হয়েছে দীক্ষা।
নিয়ে এবার স্ব-মত
চিন্তা শুধু সময় যাক চলে
উঠে পড়ব নৌকার 'পরে
ছদ্মবেশী হয়ে থাকব কাজে।
কি বলবে কেহ
জড়িত তো
পারিশ্রমিক আরো বাড়িয়ে যাক
মন দিয়ে করব কাজ।
বেড়ে গিয়েছে সবেমাত্র,
গতি বাড়েনি ,
গাড়ী চলছে আগের মতো।
যারা নাহি করে এমন
তাদের দিকে তাকাও কিছুক্ষণ,
অন্যের কাজে নানা বিশ্লেষণ
নিজের আঙ্গিনার কাজ ফেলে।