প্রভাত কালে
          সুমন রঞ্জন সেন
          29/08/2019
মাত্রাবৃত্ত 5+5+5+2

শত রূপের তারা দৃষ্ট
ঘুমে বিভোর থাকি,
মনের মতো স্বপ্ন দেখি
কূজনে মেলে আঁখি।

প্রভাত কালে পাখির ডাক
সাথে ফুটেছে রবি,
আলোয় ভরা ভুবন সাজে
নানা রকম ছবি।

যোগ ব্যায়াম করলে পরে
পালায় ছুটে রোগ,
একটু পরে পিপাসা লাগে
পেটে আবার ভোগ।

ভোরের বায়ু বাড়ায় আয়ু
শান্ত থাকে মন,
ফুলের মেলা পাখির খেলা
মুগ্ধ শত জন।

মুক্তাকাশে হৃদয় নাচে
সঙ্গ নিয়ে খেলা,
মিত্রাভাবে প্রেমের রসে
দেখবে নব মেলা।