পথের শিশু
সুমন রঞ্জন সেন
28/02/2020
চলার পথে পথের ধারে
কত শিশুর দেখা,
কেমন করে চলছে ভবে
ওদের ভাগ্য রেখা।
শিক্ষার আলো সবার আছে
পথের শিশু ছাড়া,
ক্ষুধার জ্বালায় নিত্য পথে
কেঁদে চলে তারা।
ছিন্ন বস্ত্র গাত্র মাঝে
অঙ্গ জোড়ে কাদা,
পথে পথে ভিক্ষা করে
মুখে বলে দাদা।
শিক্ষার আলো পৌঁছে যাবে
কর্ম করব মোরা,
আলোয় আলোয় সেজে উঠবে
সেজে উঠবে ধরা।
প্রতি শিশু পুষ্প কলি
আলোয় জেগে উঠবে,
ভিন্ন রঙ্গে ভিন্ন রূপে
সময় এলে ফুটবে।