- পড়াশুনা -
সুমন রঞ্জন সেন
23/03/2019
শুধু ঘরে থাকব না যে
পড়া শুনা চাই ,
পড়ে যারা মানুষ তারা
দেখতে যেন পাই।
সৃষ্টি করেন শত শত
সাজে জগত ধাম ,
ধাপে ধাপে কতকিছু
পড়াশুনার নাম।
বিদ্যালয়ে থাকব যখন
পড়ায় রাখব মন,
শিখব মোরা শত শত
বাড়বে বিদ্যা ধন।
সময় মতো পড়তে হবে
পাঠ্য বই যে সব।
পড়ার বেলায় মোরা যেন
করব না যে রব।
সবাই মিলে পড়তে হবে
নয় যে কোন ভয়,
গুরুজনের কথা মানলে
হবে মোদের জয়।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India.