অবসাদে চূর্ণ
সুমন রঞ্জন সেন
15/06/2020
স্বল্প অর্থ শোকাবহ বাধা থাকে পথে
শত কষ্ট সহ্য করে সাফল্য জীবনে,
কত আশা সুপ্ত থাকে আঁকাবাঁকা রথে
দেখা যাবে কত কিছু কোমল মননে।
অর্থে পুরু জ্ঞানে কত চঞ্চল অন্তর
নিঃসঙ্গতা অনুভবে বিষণ্ণতা পূর্ণ,
মায়ামোহে বহু সঙ্গ চলন মন্থর
সুখ-শান্তি শূণ্য হলে অবসাদে চূর্ণ।
মর্ম কথা ব্যক্ত হলে মুক্ত থাকে চিত্ত
মর্মে,গৃহে শান্তি শ্রেয় আছে কত ঘেরা,
বক্ষ চিরে অগ্নি শিখা শান্ত থাকে নিত্য
হাসি খুশি ক্ষণে ক্ষণে সুখ-শান্তি সেরা।
ধনে জনে মায়া মোহে চকচকে বাহ্য
সঙ্গ হীনে স্তব্ধ গতি ভিন্ন রঙ্গে গুহ্য।