নতুন করে দেখবে আমায়
সুমন রঞ্জন সেন
01/01/2021
নতুন করে দেখবে আমায় নতুন ভাবে কায়া,
হৃদে হাসি রাশি রাশি কথায় কথায় মায়া।
নববর্ষ বরণ হবে সূর্য পুনঃ প্রাতে,
নভ মাঝে আলোয় ভরা শশীর দেখা রাতে।
হৃদয় দিয়ে বাসবে ভালো ডাকবে মায়ার সুরে,
আপন করে রাখবে মনে নয়তো শত দূরে।
আবেগ দ্বারা জ্যোতি শিখা জ্বলে ওঠে ভবে,
কত রূপে পুষ্প কলি দেখতে পাবে সবে।
চলার পথে শত ব্যথা কত আশা মনে,
কর্মধারায় ফুটে ওঠে দৃষ্ট জনে জনে।
যাচ্ছে দিবা ক্ষণে ক্ষণে শত বাধা পথে,
জন্ম মৃত্যু মায়ার খেলা দৃষ্ট কর্ম রথে।