নব উদ্যম
সুমন রঞ্জন সেন
১৫/১২/২০১৮ ইং
বার বার উদাত্ত কণ্ঠে জয়ধ্বনি শ্রবণ,
দিন ঘনিয়ে যায় যখন কেহ নাহি গমন।
কর্মে যেমন ডুবে যাবে কর্ম দেখবে তেমন,
আশার বশে ধ্বনি কেবল নাকি অন্য কারণ।
চলে কেমন ধারা ভবে জাগবে কবে চেতন,
সুশীল পবন বহে ভেসে কিছু সময় আপন।
এতো শ্রম চাই বিশ্রাম কর্মে ডুবে থাকব,
কর্ম করতে পাশে যখন নাহি ভুলে রহিব।
হিমেল হাওয়া লাগছে গাত্রে বস্ত্র করব পরিধান,
এমন ধারা কেমন চিন্তা করব কিছু দান।
জনের সাথে কিছু ক্ষণ জন চলে পিছে,
পাড়ি দিতে নৌকা জাহাজ কর্ম নাহি মিছে।
অনিল যখন স্নিগ্ধ শীতল কেমনে হবে গরম,
জন সেবক দেখব পুনঃ জাগবে নব উদ্যম।
Suman Ranjan Sen
Karimganj,Assam, India