নীল আকাশ
সুমন রঞ্জন সেন
27/07/2019
চাঁদনী রাতে নীল আকাশে
শতেক তারার দেশ,
মামা বলে ডাকে সবাই
লাগছে শুনে বেশ।
শীতল হাওয়া বহে চলে
আরাম এবার দেহ,
আকাশ দেখতে শান্তি পেতে
ছেড়ে নিজের গেহ।
খুশি মনে আকাশ পানে
উড়ছে শঙ্খ চিল,
মেঘের ফাঁকে বৃষ্টি পেতে
দেখছে শুধু নীল।
সত্যি অপার রাতের বর্ণন
হাসিখুশি মন,
গাছপালা যে সারি সারি
কেমন রকম বন।
মেঘের ডাকে কেমন করে
বৃষ্টি করছে রব,
বৃষ্টির প্রেমে চিত্ত নাচে
অঙ্গ ভিজে সব।
Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.