* জাতীয় বিজ্ঞান দিবস *
- শ্রী সুমন রঞ্জন সেন
২৮/০২/২০১৯ ইং
আকাশ মাঝে শুধু দেখো
ঠাউর মননে বিজ্ঞান শাখা
শেষ হয়ে যাবে কিছু মনের যন্ত্রণা।
ফেসবুকে,নেটে,বিভিন্ন রকম বৈজ্ঞানিক কর্মে
ব্রুকস মিলনে শত ঢেউ
আমার দেখা নিত্য মর্মে
রিনিঝিনি কানে, চোখে ভাসে বিশাল আকার।
জানেন সবাই আবিষ্কার হচ্ছে নব নব
তীরে শুধু পুষ্প গন্ধ
অসীম বিকাশ দেখবে কর্ম গুণে।
বিজ্ঞান দিবস পালন করব
জ্ঞানের পরিধি দেখবে দিগন্ত
নব রূপে দৃষ্ট চোখে সত্যি মহাবিশ্ব।
দিন দিন বাতাস কেবল
বদলে রঙিন দৃশ্য শুধু
সত্যি আরো অনেক এগিয়ে যাবে বিশ্ব।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India.