"নর্তকীর নাচে"
সুমন রঞ্জন সেন
(সহকারী শিক্ষক)
09/11/2018, 7:44-8:05pm
নর্তকীর নাচে-
হৃদয় করে কেমন
নাচন দেখে চঞ্চল মন
দেখার ইচ্ছা আরো জাগে।
কত ভঙ্গী যায় দেখা
সেজে সজ্জিত --
সকলের মন ক্ষণিকে
করে নেয় জয়।
নাচের তালে সভা মাঝে
দেখার বাসনায় কত আগমন
চঞ্চল মন নৃত্য দেখে
পুনঃ দেখার সাড়া জাগে হৃদয়ে।
কেমন করে হচ্ছে নৃত্য
সবাইকে করে দিলে মুগ্ধ
নর্তকীর নাচে সবাই যেন
আনন্দে মুখরিত যতক্ষণ হচ্ছে নৃত্য।
নৃত্য দেখে মুগ্ধময় মন
নর্তকীকে দেখার বাসনা
নৃত্য যে আমায় দিয়েছে আনন্দ
আরো নৃত্য দেখার কামনা।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India