" মৌমাছি ঘুরে "
                                সুমন রঞ্জন সেন
                                  31/07/2018
কত ফুলের গাছ আছে বাগানের আশে-পাশে ।
মৌমাছি ঘুরে আবেগের সাথে এদিকে ওদিকে নেচে।।
ফুলের মধু পেয়ে মুগ্ধ মৌমাছি মন চঞ্চল।
আর কোন ফুলে যাবে  মন হবে সচল।।
চলে শুধু ডালে ডালে মধু পান  করে।
ফুলের সাথে নানা সঙ্গ হৃদয় উঠে ভরে।।
কত ফুল আছে বটে ফুটেছে গাছের ডালে। কোন ডালে থাকবে বসে শান্তি নাহি পাচ্ছে।।
নানা ফুলের নানা রূপে কোথায় থাকবো বসে।
এমন চিন্তায় মৌমাছি ঘুরে চলেছে বাগানের
মাঝে।।