মোদী সরকার
          সুমন রঞ্জন সেন
         ২৩/০৫/২০১৯

কেদারনাথে বদ্রীনাথে
দেশের মঙ্গল তাই যে ধ্যান,
মানব মনে শান্তি মিলে
কৃপা পেয়ে অসীম জ্ঞান ।

ভারত ভূমে জনের মনে
মোদীর ছবি নিত্য সাজে,
সবার আশা পুনঃ প্রধান
ইচ্ছা যেন উনার কাজে।

জনের হৃদয় কেমন করে
মুগ্ধ সবাই শুনে ভাষণ,
উজাড় করে দিচ্ছেন ভোটার
করবে ভারত পুনঃ শাসন।

যোগাযোগের শত চেষ্টা
কল্যাণ করতে চিন্তা ধারা,
বিলি দিতে ভেদ যে নয়
বিজয় হবে নিত্য তারা।

কর্ম ধারায় এমন মোদী
ধ্যানে ভক্ত জ্ঞানে কর্ম,
নিত্য যেন জীবন পথে
বক্ষে প্রেম মানব ধর্ম।

জনের বলে জয়ী হলে
কর্ম ফলে দৃষ্ট রঙ্গ,
হিন্দুস্থানে পূণ্যভূমে
মানব সবাই মিলন সঙ্গ।

Suman Ranjan Sen
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.