মোহিনী রূপসী
               সুমন রঞ্জন সেন
                 19/07/2020

সোনারি গহনা   নাকেতে গলাতে
দুলিছে তেমনি    কানেরি লতিতে
মায়াবী রমণী!
আঁখিতে ভুরুতে    দেখিতে উষসী
চোখেরি পলকে    মোহিনী রূপসী
রূপেরি সজনী!


মনেরি গোপনে       সুরেলা কথনে
ঠোঁটেতে ঠোঁটেতে  লাগিছে তখনে
ফোঁটাতে বাহারি!
কপালী কপালে  মেয়েলি গালেতে
সুরভি দেহটি      শোভিত শাড়িতে
আননে মাধুরী!


ভাবেরি উদয়ে      তোমারি পরশে
জড়িয়ে  দু'জনে       মনেরি হরষে    
ভবেরি মাঝেতে!
একেলা আমাতে আমিই তোমাতে
দেহেরি মিলনে         চুমুতে চুমুতে
প্রেমেরি মায়াতে!


তোমাকে পেয়েছি  ভবেরি মেলাতে
থাকিবো দু'জনে   প্রেমেরি খেলাতে
মায়ারি ভুবনে!

বাঁচিবো আশাতে     মায়াবী কায়াটি
সতত রহিবে           প্রণয়ী ছায়াটি
মনেরি গোপনে!