মাতা পিতা চির রত্ন
সুমন রঞ্জন সেন
10/05/2020
মাতৃ গর্ভে জন্ম নিয়ে দেখা মিলে ধরা
দুগ্ধ পানে অন্ন মুখে সেবা যত্নে চলা
হাসি খুশি শত কথা দোলে দোলে বলা
মাতা চিত্তে এতো মায়া মম চিত্ত ভরা।
মাতৃ ক্রোড়ে স্নেহ মিলে মনেরি সান্তনা
মা মা বলে ডাকি যবে হাসি খুশি মনে
মাতা ডাকে শান্তি মিলে সদা বক্ষ বনে
দূরে থাকে কালো ছায়া বুকেরি যন্ত্রণা।
মর্মে থাকে দিবা নিশি মাতা পিতা ছবি।
চিত্ত মাঝে এতো মায়া মাতা কাছে পাই
চিন্তা করে পুনঃ মনে নাহি কোনো তুল্য।
কর্মফলে শিরে সদা স্বর্ণ সম রবি।
পদ মাঝে স্বর্গ মম শিরে পাবো ঠাঁই
মাতা পিতা চির রত্ন নিরবধি মূল্য।