মানবতা
সুমন রঞ্জন সেন
07/08/2019
জগত সাজে মানব কর্মে
অসীম রত্ন তুল্য,
চলাফেরায় দেখবে ভবে
আছে অনেক মূল্য।
মানব কূলে জন্ম নিয়ে
শত শত মানব,
ধরা ধামে দেখবে আবার
কত আছে দানব।
মানব মূলে মানবতা
থাকতে হবে মর্মে,
উলট পালট চললে পরে
ছিঃ ছিঃ বলবে কর্মে।
আকার কেবল মানব বটে
দয়ামায়া শূন্য,
তাহা হলে মানব জীবন
হবে না যে পুণ্য।
মায়ায় ভরা সংসার পালন
আপন কাজে থাকো,
কাজের ফাঁকে মানব সেবা
হৃদয় মাঝে রাখো ।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India.