মানব সম
10:21pm
24/07/2021
খারাপ ছাড়া সকল কিছু
জগত মাঝে ভালো,
যখন মতি তেমন কাজে
তখন দেখা আলো।
অলস নাহি হৃদয় মাঝে
কাজের প্রতি নেশা,
আগের থেকে বদল তাহা
সফল হবে পেশা।
কাজের দিকে মনের গতি
সবার সম নহে,
হরেক জনা পৃথক মতি
কাজের ধারা বহে।
বিভেদ ভুলে সমান সবে
গলদ ছোটো বড়,
ধনের দিকে ফারাক হলে
মানব ভেবে ধরো।