মানব মূর্তি
সুমন রঞ্জন সেন
20/08/2019
জন্ম যখন মানব কূলে
করব ভালো কাজ,
মঙ্গল চিন্তা থাকবে মাথায়
দেখবে নব সাজ।
আপন ভেবে বাসবে ভালো
দেখবে আলোর পথ,
সঙ্গ বলে অঙ্গ জোড়ে
কর্মে সাজায় রথ।
জীবন পথে সহায় যাদের
অপার মূল্য পাই।
চিরতরে রাখব স্মরণ
স্মৃতিপটে ঠাঁই।
কথাবার্তা আচার বদল
সবার আগে চাই,
মানবতা ভুলে গেলে
মানব মূল্য নাই।
স্বার্থ খোঁজে থাকলে কেবল
থাকবে শত ভয়,
উদার ভাবে ব্যস্ত কর্মে
মানব মূর্তির জয়।