মানব কর্মে
সুমন রঞ্জন সেন
06/07/2019
উষ্ণ তাপে দগ্ধ ধরা
গাত্র থেকে ঘর্ম,
বর্ষা রাণী দৌড়ে এসো
অস্থির মোদের মর্ম।
দিনে দিনে পরিবর্তন
উদ্ভিদ যাচ্ছে কমে,
আগামীতে কেমন হবে
পাপের বোঝা জমে।
গোমড়া মুখে দুঃখ লাগে
চিত্ত করো ফর্সা,
রাণীর স্পর্শে সতেজ হৃদয়
নতুন রঙ্গে বর্ষা।
কাশ ফুটেছে শরৎ নাকি!
চাই যে সবুজ বর্ণ,
তরূ ছায়া শীতল রাখে
কর্ম ক্ষেত্রে স্বর্ণ।
বদলে যাচ্ছে ধাপে ধাপে
কেঁপে উঠছে ধরা,
মানব কর্মে অগ্রযাত্রা
কর্ম ফলে মরা।
Suman Ranjan Sen
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.
----------------------