মানব জনম
সুমন রঞ্জন সেন
২৩/০৪/২০১৯
জন্ম যখন মানব রূপে
কর্ম করে যাও,
হরি নামে পাবে মুক্তি
তাহা শেখা চাও।
শ্রেষ্ঠ জনম মানব জনম
কর্ম ফলে পাই,
প্রভুর নামে বিভোর হয়ে
স্মরণ করা চাই।
মানব জনম ধন্য করো
নাও না প্রভুর নাম,
নামের গুণে শান্তি পাবে
দেখবে জগত ধাম।
মানব সবাই কর্ম করো
গড়ে তুলো পথ,
কর্ম ফলে দেখবে যেন
এমন সোনার রথ।
পাপের বোঝা বেড়ে গেলে
করবে জ্বালায় রব,
জগত ছেড়ে যাবে যেদিন
হিসাব হবে সব।