মেঘের খেলা
সুমন রঞ্জন সেন
31/08/2019
আকাশ মাঝে মেঘের খেলা
মম আকাশ নাচে,
ভুবন জুড়ে নতুন আভা
বর্ষা রাণী কাছে।
শরৎ কালে শিউলি তলে
ফুলের দেখা কত,
শিশির ভেজা ভোরের আলো
মনের ভাব শত।
বর্ষা গেলে শরৎ আসে
খুশি সবার মন,
মধুর সুরে ডাকছে পাখি
সাথে আপন জন।
শোকের ছায়া যখন বুকে
আনন কালো থাকে,
সবার হাসি আনন যাহা
দুঃখ ঢেকে রাখে।
বদল হবে দিনের গতি
বদল হবে সব,
আশার বশে জীবন চলে
করি না তাই রব।