" মা বাসন্তী "
- সুমন রঞ্জন সেন
13/04/2019
মা বাসন্তী যে দশভুজা হৃদয় দিয়ে চরণ পূজা
ডাকি শুধু প্রাণ ভরে।
কতো রূপে মর্ত্য ধামে ভিন্ন সাজে ভিন্ন নামে
শত পাশে শত সরে।।
শারদীয়া উৎসব বলে শরৎ কালে জগে চলে
নর নারী মা কে ডাকে।
বসন্ত যে ঋতু যখন মা বাসন্তী রূপে তখন
ধরায় আগম নিত্য থাকে।।
জাগো জাগো জাগো চণ্ডী এসো এসো হৃদয় গণ্ডী
দেখবে তখন শত ভক্ত।
অসুর যত দমন করো পূণ্য ধামে ভক্তে গড়ো
নিত্য তারা ঝরায় রক্ত।।
মাতার মাতা তুমি দাতা হৃদয় মাঝে নিত্য গাঁথা
তোমার কৃপায় নব সাজে।
তোমার কৃপায় ধরাধামে মানব সবাই তোমার নামে
মগ্ন হয়ে থাকে কাজে।।
কেমন করে চিত্তে রাখবো কেমন ভাবে যেন ডাকব
মা বাসন্তী অন্তর্যামী।
আবার কেহ শিবা নামে ডাকে যেন জগত ধামে
মহাদেব যে তোমার স্বামী।।
হরগৌরীর লীলা শত নামের মাঝে দেখবে যত
বিশ্বাস থাকতে হবে মনে।
ডাকার মতো ডাকলে যে কেহ যদি থাকে নিত্য এ গেহ
শক্তি শান্তি মিলবে জনে।।
কৃপা পেয়ে ভক্ত রামে শক্তি মিলে দুর্গা নামে
সবাই করে মায়ের পূজা,
মাতা ছাড়া কেমন ভাবে দিবস যেন চলে যাবে
তুমি দেবী যে দশভুজা।।
সত্তঃ রজঃ তমো গুণী ত্রিনয়নী দেবী তুমি
শান্তি আসবে যে ভুবনে।
রাঙা চরণ ধৌত করে হৃদয় মাঝে রাখি ভরে
অঞ্জলি দেয় এ সুমনে।।
হৃদয় জুড়ে স্মরণ করি পরিবারে প্রণাম করি
মর্ম মাঝে শুধু তুমি।
চরণ যুগল স্পর্শে মম নত মস্তক করি নমঃ
পুনঃ পুনঃ চরণ চুমি।।
ভুবন মাঝে শান্তি যে চাই তুমি ছাড়া কোথায় যে পাই
নয়ন মাঝে অশ্রু ঝরে।
মানব সবাই তোমায় ডাকে নিত্য যেন চিত্তে রাখে
কৃপায় শুধু চিত্ত ভরে।।
Suman Ranjan Sen.
Karimganj,Assam,India.