"মা-মা বলে"
                                      সুমন রঞ্জন সেন
                                     (সহকারী শিক্ষক)
                              7.10-7.35pm,নন্দপুর
                                       10/10/2018
একত্রিত হয়ে সবাই গিয়ে আসব নিয়ে মা-কে গাঁয়ে।
হেসে হেসে মা আসবে,চলব নেচে গান গেয়ে।।
কত আনন্দ জাগে মনে আসছে মা বছর পরে।
পূজা দেবো হৃদয় দিয়ে মনের কোঠায় রাখব ধরে।।
মা-মা বলে ডাকব যেন, অন্তর দিয়ে মোরা সকলে।
ডাকে সাড়া দিবে আশা, তাকাবে যে চক্ষু মেলে।।
আসবে দেবী বছর বছর আরাধনা করব জনে জনে।
স্মরণ করব অহরহ যেন থাকবে মোদের মনে মনে।।
মায়ের আশিস্ থাকবে সাথে চলব ভবে শান্তিতে।
কত মনের কত আশা  মনের ইচ্ছা
মা দেখতে।।
যেমন ভাবে ডাকবে মা-কে পূণ্য হবে তেমন।
কর্মের জন্য এসেছ যখন ধন্য করো জীবন।।