"লুকিয়ে পড়লে"
                                      সুমন রঞ্জন সেন
                                     (সহকারী শিক্ষক)
                                        03/10/2018
জানি না কেন লুকিয়ে পড়লে খুঁজে পাইনি চারিদিকে।
নাকি হারিয়ে গিয়েছ চলে আমা থেকে অন্যদিকে।
ভাবতে পারিনি এমন তা হবে আলোকময় সুপ্রভাতে।
আর কি কখন দেখব যেন উজ্জ্বলময় স্বর্ণটিকে।
হয়তো আমার ভালোর জন্য সরিয়ে পড়েছ নাকি।
তাহা থেকে হয়তো কিছু শিক্ষা পাব সত্যি।।
লোভ নেই তেমন মোর এসেছি শুধু আর্শীবাদে।
সবার সাথে থাকব মিলে চলে যাব মতবাদে।।
আশিস্ যদি পাই বটে দেখব স্বর্ণের আলো।
জড়িয়ে থাকবে মোর সঙ্গে দূর হবে কালো।।
দুঃখ নাই তেমন মনে আঘাত কিছু এক্ষণে।
মোর আশা আসিবে আবার থাকবে সাথে সারাক্ষণে।।
ভুলতে পারিনি কেন ময়, মন করে আনচান।
মায়ার কারণে হয়ত একদিন গাইব যেন জয়গান।।
                           
                              নন্দপুর,করিমগঞ্জ,
                              আসাম,ভারতবর্ষ