লোভের বশে
           সুমন রঞ্জন সেন
            20/09/2019

মানুষ চেনা ভীষণ কষ্ট
শত রকম চিত্র,
মুক্ত মনে নিত্য চলে
দিকে দিকে মিত্র।

মায়ার বশে কিছু জনে
ভ্রান্ত পথে ঘুরে,
স্বার্থ পিছু চলে সদা
চলে আপন সুরে।

অন্তর মাঝে ভিন্ন শাখা
নীতি কথা মুখে,
আপন বেগে চলাফেরা
থাকবে না যে সুখে।

একটু ধৈর্য করলে পরে
শত রেখা দৃষ্ট,
কেমন ভাবে সত্যি যেন
মানব অন্তর সৃষ্ট।

লোভের বশে অনেক সম্পদ
থাকবে সদা ক্লান্তি,
স্বাধীন সবাই নিত্য ভবে
কর্ম মাঝে শান্তি।