"লীলায় চলছে"
সুমন রঞ্জন সেন
(সহকারী শিক্ষক)
06/11/2018,12:02pm
জননী তোমার লীলায় চলছে ধরাধামে সব,
আরও কতো করতে হবে শান্তি রাখতে ভব।
কতক মানব দানব ভাব জড়িয়ে আছে হৃদয়ে,
ওরা থাকলে শান্তি যাবে মুহূর্তে যে ভাসিয়ে।
কেমন করে স্নেহশীলতা অজানা মোর রকম,
তোমার মায়ায় থাকি যেন বুকে জনম জনম।
কেমন করে প্রেম অন্তরে শিখিয়ে দাও মোরে,
জানি না কোন মন্ত্র-তন্ত্র চলি শুধু তোমার ভরে।
তোমার যে দায়িত্ব ধাপে ধাপে পুণ্য ভূমে সবসময়,
আরো দানব জেগেছে মর্তে করতে হবে ওদের প্রলয়।
মননের কোণে রাখবে যেন আরো কত গর্বে,
কত ভক্ত গেছেন চলে তেমন ভক্ত জন্মিতে
হবে।
ভক্তি চাই শক্তি চাই, চাই যেন শাস্ত্রজ্ঞান,
তোমার কৃপা নাহি থাকিলে হয়ে থাকব অজ্ঞান।
Suman Ranjan Sen
Karimganj,Assam,India