করোনা ভাইরাস
            সুমন রঞ্জন সেন
             09/03/2020

চীন দেশেতে জেগে ওঠে
করোনা বলে লোকে ডাকে,
আসছে ধেয়ে ভাইরাসের পা
সকল লোকে খবর রাখে।

যমের মতো নিয়ে যাবে
তাইতো এলো জগত পারে,
থাবায় যারে ধরে ফেলে
তিলে তিলে মারে তারে।

দ্রুত বেগে চলছে ছুটে
দিকে দিকে ঝাঁকে ঝাঁকে,
ফণা তুলে নেচে নেচে
মানব সংহার করতে থাকে।

জ্বরের সাথে সর্দি-কাশি
শ্বাসে কষ্ট হৃদয় শোকে,
তীব্র থেকে তীব্র হলে
করোনা যে লোকের মুখে ।

নাকে মুখে মাস্ক রাখো
ঘরে বাইরে চলার পথে,
থাকতে হবে নির্মল হাতে
সুস্থ থাকবে জীবন রথে।