কর্মের রথ
সুমন রঞ্জন সেন
১৪/১২/২০১৮ইং
বিফল যারা খেলায় হবে
শোকে কাতর নাহি হবে,
সতেজ আরো হতে হবে
মাথা নীচু নাহি করবে।
মানব পাশে থাকো সদা
সেবা করো ঠেলে বাঁধা,
মননে ঠাঁই পাবে আশা
কর্ম করো সতত দাদা।
বিজয় রথ পাথেয় যার
সবাই বলে আমি তার,
খবর শুনে জানায় স্বাগত
বিকাশ হবে এবার শত।
গতি চালাতে ধাপে ধাপে
সবার আগম চাই পথে,
মননে থাকা বিভেদ ভুলে
জুড়িয়ে থাকবে কর্মের রথে।
জয় হবে কর্মের ফলে
জন মাঝে থাকে যারা,
সুখ দুঃখ নাহি চিন্তন
বজায় রাখবে সৃষ্ট ধারা।
চিত্তে সদা প্রেম ভাব
লোভে নাহি হবে উন্মাদ,
থেমে যাবে গতি ধারা
মানব বলবে দানব বাদ।
Suman Ranjan Sen
Karimganj, Assam, India