করব বরণ নতুন বছর
          সুমন রঞ্জন সেন
           31/12/2020
শত আশায় আছি চেয়ে
ওঠবে রবি প্রাতে,
হাস্যময়ী চাঁদের আলো
দেখা হবে রাতে।

আমার মাঝে যত কালো
করতে কত হেলা,
ক্ষমা করে দাও যে সবে
চলে যাচ্ছে বেলা।

বছর শেষে বছর শুরু
ক্ষণে চলে খেলা,
কত হাসে কত কাঁদে
ভব মাঝে মেলা।

নতুন বছর নতুন কিছু
হৃদে জাগে আশা,
কর্ম মাঝে সবার মঙ্গল
চিত্তে ভালোবাসা।

কুড়ি গেলো শত কষ্টে
একুশ চাই ভালো,
নব রূপে ধরা আবার
মুছে যাবে কালো।

থাকব সবাই মিলেমিশে
মুক্তমনে পাশে,
করব বরণ নতুন বছর
অহং,হিংসা নাশে।