কবিতা
        শ্রী সুমন রঞ্জন সেন
         ২৬/০৩/২০১৯ ইং

কবিতাকে যদি এতো ভালোবাসো...
কবিতাকে কবে...
ভালোবাসবে যে!
কবিতার প্রেমে বিভোর যখন
কবিতার প্রেম দেখা যাবে কবে
অন্তরে কবিতা...
কবিতার অন্তরে যে...
এ কবিতার চিন্তা থাকলে
ঐ কবিতার দেখা কখন হবে
কবিতা যখন হৃদয়ে আসবে
শত রূপ অন্তর আকাশে
কবিতার কী দারুণ লীলা...
কবিতা সৃজনে...
শত কবিতা দেখা মননে
কবিতা যখন এসে যাবে
নিত্য যে প্রেমের ঢেউ
কবিতার অনন্য মর্ম প্রকাশে
সাজিয়ে তুলবে মধুর জীবন ।

Suman Ranjan Sen
Karimganj,Assam,India.