কবি বন্ধুর জন্মদিন
                সুমন রঞ্জন সেন
                 ২৮/০৪/২০১৯

হ্যালো, আমি নিরাজ বলছি
হে বন্ধু সুমন -
তোমার সাথে একটু দেখা করতে চাই
আরও বন্ধুদেরকে যে বলব...
বন্ধু দেবজ্যোতি,বিদ্যুৎ,সৌমেন...
আজ আমাদের প্রিয় সুমনের জন্মদিন
হা হা দারুণ যে মজা হবে
সবাই মিলে খুশি করব
আনন্দে তখন দেবজ্যোতি বলে
ঐ নিরাজ,বিদ্যুৎ,সৌমেন
যাওয়ার ব্যবস্থা আমি করব
আমার গাড়ী দিয়ে সবাই যাবে
আমিই চালিয়ে নিয়ে যাব
এই যে মাড়োয়ারী হোটেল
খাওয়া দাওয়া
হাসি খুশি থাকব সবাই
মোদের কবি বন্ধুর জন্মদিন
হোটেলে সবাই মিলে একসাথে
মনের মতো কিছু খাওয়া 
গল্প করে...
ফাঁকে ফাঁকে সবার নিজস্বী
বন্ধুত্ব যে
একটু মেলামেশা, হাসিখুশি...
শেষে যে গাড়ীতে বসে
শত কথা বলতে বলতে
একসাথে বাড়ী।

Suman  Ranjan Sen
Karimganj,Assam,India.