কিছু কথা
       সুমন রঞ্জন সেন
       14/07/2019

কিছু কথা শুনলে পরে
নয়ন মাঝে আসে বারি,
কিছু কথা শুরু হলে
ঝগড়া আবার তাড়াতাড়ি।

কিছু কথা শ্রবণ যখন
হৃদয় এমনি উঠে রেগে,
কিছু কথা বললে পরে
চিত্ত জ্বলে দ্রুত বেগে।

কিছু কথা মায়া বাড়ায়
হাস্য থাকে কোমল হৃদয়,
কিছু কথা চলতে থাকলে
শত ভাবের হঠাৎ উদয়।

কিছু কথা বললে পরে
শান্তি আসে বক্ষ বনে,
কিছু কথা শোকের ছায়া
মেঘের খণ্ড পূর্ণ মনে।

কিছু কথা ক্ষণিক কালে
আশা জাগে অন্তর মাঝে,
কিছু কথায় অনেক আপন
স্বজন দূরে আপন কাজে।

::::::::::::::::::::::::::::::::