খুকী-খোকা
          সুমন রঞ্জন সেন
          ২২/০৪/২০১৯
ছোট্ট খুকী ছোট্ট খোকা
খেলা করে আপন বেগে,
নিত্য তারা সাথে থাকে
হঠাৎ করে উঠে রেগে।

ভোরে উঠে পড়ে তারা
সময় হলে স্কুলে চলে,
মনের মতো পড়ে যেন
ঘরে এসে তারা বলে।

সঙ্গী নিয়ে খেলা করে
নিত্য তারা চলার পথে,
হেসে খেলে বাল্য চলে
ভাবে তারা আছে রথে।

মনটা ওদের সহজ সরল
কেমন রকম দেখবে যখন,
কথায় কথায় হাসি খুশি
বলতে থাকে হাসবে তখন।

সবাই যখন কাছে থাকে
হাসি খুশি আনন মাঝে,
দেখা পেয়ে খুকী-খোকা
এবার যেন নব সাজে।