কুসুম-ই পুষ্প

                 শ্রী সুমন রঞ্জন সেন
                ২৬/০১/২০১৯ ইং
               দক্ষিণেশ্বর,কলকাতা
পুষ্প মোদের হৃদয় বন্ধু
শত স্বপ্ন  আঁকা,
সময় তালে সব বোঝবে
শত আছে বাঁকা।

কথার মাঝে নয় যে ফাঁক
হৃদয় জুড়ে ভাগ,
পুষ্প মাঝে সবার মন
কুসুম এবার রাগ।

শোক নয় যে কালের তাল
জীবন মাঝে থাকে
চলাফেরায় শত ভাব
হৃদয়ে সব রাখে।

কুসুম যখন বাগান মাঝে
কেহ দিবে না দেখা
ফুটবে যখন ফুলের পাপড়ি
দেখবে শত রেখা।

পুষ্প দেখে সবাই মুগ্ধ
কুসুম দেখে নয়,
কুসুম যে এক পুষ্প হবে
সবাই ভুলে রয়।