ম্রৈত্যুয়িকী ফার্স্ট পিয়্যান
       ম্রৈত্যুয়িকী ছন্দগঠন: ÷uvv
-------------------------------------------
  
* কর্মে মগ্ন *
                  
                শ্রী সুমন রঞ্জন সেন
                   ২৭/১২/২০১৮ইং

মগ্ন  থাকি      কর্ম বেগে
স্বপ্ন দেখি    স্বার্থে জেগে।
চিন্তা বাড়ে    ক্ষুদ্র মনে
দগ্ধ প্রাণে       কষ্ট ঘনে।

মস্তকাজে     অস্ত যারা
ব্যর্থ নিজে      সৃষ্টিহারা।
যুক্তপথে       মুক্তমনে
ব্যক্তরথে     তিক্ত জনে।

ক্ষেত্র ভুলে     ক্ষেত্র মাঝে
সূত্র  ঠেলে     কর্মী  সাজে।
হৃদ্য  মাঝে     ক্ষেত্র  নানা
চক্ষু দেখে     তত্ত্ব   জানা।

সৃষ্টআশা         কর্মরথে
নব্য দিশা         দৃষ্টপথে।
পুষ্প  দেখে     মুগ্ধ ভবে
চিত্তে স্নেহ       গুপ্ত রবে।

Suman Ranjan Sen
Karimganj, Assam, India

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ    

ম্রৈত্যুয়িকী ছন্দের উদ্ভাবক শ্রদ্ধেয় কবি কালাচাঁদ মৃত্যু মহাশয়ের নিয়ম মেনে লিখিত।