কর্মে মান
সুমন রঞ্জন সেন
27/08/2019
জীবন পথে ভেবে দেখো
কত আপন জন,
একটু বড় হবে যখন
দেখবে শত মন।
মুখের কথা মনের কথা
বুঝতে শেখো ঠিক,
বুদ্ধি দিয়ে বিচার করলে
দেখবে আসল দিক।
নিত্য কর্মে অনেক জনে
খারাপ চোখে চায়,
মলম লাগায় কাজের ফাঁকে
লোকে ব্যথা পায়।
সংসার মাঝে মূল্য দিয়ে
পাবে না তো মান,
লোকের কথায় চিলের ঠোঁটে
যায় না চলে কান।
বিবেক ছাড়া আজব যারা
উলটো তাদের গান,
কর্ম পথে চলতে থাকো
পাবে সত্যি মান।