কালের ধারায়
       সুমন রঞ্জন সেন
     15/07/2021
     7:57 pm

বাগানে ফুটিছে কত যে মুকুল
আলাদা আলাদা গাছের ডালেতে
মনের ভিতরে প্রবেশ করে যে
হয়তো রূপেতে নয়তো গুণেতে।

কত ডালে ঝুলে কত নীচে পড়ে
কত গলে সাজে কত যে চরণে,
চোখেরি পলকে নয়নে নিহারা
তাহারি প্রতিমা গেঁথেছে  মননে।

থাকিবে ক্ষণিকে কালের ধারায়
সময়ে  ফুটিবে মায়ারি বাগানে,
সময়ে দেখিবে বিদায় নিমিষে
কাহার পরশে কিছু নাহি জানে।