কেহ নয়
                 শ্রী সুমন রঞ্জন সেন
                  26/01/2019

সবাই যখন গেছে দূরে ডাকব না যে এবার,
নিত্য কর্মে খুশি লাগছে হৃদয় মাঝে সবার।

খোঁজ নিতে  কেহ নয় যে ,এমন কেউ কি  আছে!
হৃদয় শুধু প্রেমে বিভোর নিত্য ভবে নাচে।

চিন্তা করলে দেখবে আপন জগত মাঝে কত ,
সবাই  না কি ভালোবাসে সামনে ভাব শত!

মনে যখন শত ভাব, ভাবের বশে লেখা,
শত ছবি হৃদয় মাঝে এমনি যায় যে দেখা।

এ কবিতার প্রেমে মন, হৃদয় এবার নাচে,
তাই নাকি যে শত দূরে, শত আবার কাছে।

যাহা হোক সাহিত্যিক যে দেখছি প্রেমিক শত।
জগত মাঝে ধাপে ধাপে দেখব প্রেমিক কতো।

এমন পথ দেখার জন্য শত বাধা কেটেছে
সুমন এবার শত প্রেমিক দেখতে মাঠে নেমেছে।