জন্মভূমি
      সুমন রঞ্জন সেন
       8:14 am
     29/11/2021

নানা রূপে নানা ভাবে সেজে আছে ধরা
তাহা মাঝে দেশটি যে নব তালে গড়া।
এ দেশে জনম নিয়ে ভাগ্য বশে দেখা
আঁখি মাঝে ভেসে উঠে কত দৃশ্য রেখা।।

কত নদী,জলনিধি সুদৃশ্য লহরী
কত গিরি বহু রূপে সতত প্রহরী।
উর্বীরূহ আছে যত করহ যতন
নানা ভাবে নানা কাজে সময়ে রতন।।

সৃজনে ব্যাপৃত যারা কৃত কত কাজ
চলতে থাকে জগতে নিত্য নব সাজ।
কত ভাবে কত মেধা ভাবের প্রকাশ
বহুভাবে ধরা মাঝে হরেক বিকাশ।।

নানা ভাষা নানা জাতি পূর্ণ পুণ্যভূমি
কত মত কত ধারা মম জন্মভূমি।
বহু ভাবে বহু রূপে শোভিত ধরণী
নত শিরে প্রণিপাত ভারত জননী।।