জীবন তরী
        শ্রী সুমন রঞ্জন সেন
         04/04/2019
জন্ম নিয়ে মায়ের কোলে
দুগ্ধ পানে বাঁচে প্রাণ,
পিতার স্নেহ পেয়ে যেন
অপার মায়ায় জীবন দান।

লেখা পড়ায় বন্ধু শত
কিছু দিনের সঙ্গ পথ,
কর্ম করে গড়তে হবে
জীবন কালের শ্রেষ্ঠ রথ।

যৌবন কালে সঙ্গ নিয়ে
মনের মতো খেলে মন,
মিলন মায়ায় নিত্য নতুন
ভবের পারে মেলার ধন।

মায়ায় ভরা জগত সংসার
মায়ার খেলা শুধু পাই,
ধনের লোভে মত্ত সবাই
আরো আরো কেবল চাই ।

ক্ষণিক কালের সাগর মাঝে
ধনী গরীব যে জন হও,
স্রষ্টার সৃষ্টি জীবন তরে
দয়াময়ের নামটি লও।