জীবন সাথী
        সুমন রঞ্জন সেন
         27/06/2019

আশার বশে জীবন গাঁথা
তোকে নিয়ে সাজবে মন
প্রেমের খেলায় উথাল পাতাল
শান্ত হবে বক্ষ বন।

এতো করে বাসি ভালো
জীবন সাথী হইলি না,
অশ্রু জলে আনন ভিজে
চেয়ে একটু দেখলি না।

তোরই ছবি শুধু দিয়ে
পূর্ণ মনের ঘর,
আপন ভেবে সত্যি ভাবি
তুই তো চলার ভর।

আমায় ভুলে থাকতে পারে
এমন সঙ্গের দেখা পাই,
দূরে যখন  চলে গেছে
কথা বলতে ইচ্ছা নাই।

সখীর পরশে শান্ত তনু
হাস্য চিত্ত নিত্য রয়,
চুম্বন করে মুক্ত মনে
আলিঙ্গনে প্রেমের জয়।

Suman Ranjan Sen
Nandapur,Bhanga Bazar,
Karimganj,Assam,India.