জীবন নদী
        সুমন রঞ্জন সেন
          21/09/2019
       
চলন্ত দিবারাতে
এদিক থেকে ওদিকে
অভিরাম...
যদিও ক্লান্ত
বক্ষে জলের পরিমাণ অনেকটা কম
গড়িয়ে গড়িয়ে যাওয়া
ফাঁকে ফাঁকে আবর্জনা
দেখে অন্তর কেমন করে!
প্রয়োজনে পাশে থাকা
বর্ষাকালে বক্ষ মেলে
দু-কূল ভাসিয়ে চলা
শত জেলে মাছের লোভে
অস্ত্র হস্তে...
দেখার আশায় প্রেমাবেগে চলি
যৌবনের তরঙ্গে হিল্লোল পথে
অনেকে শুধু দেখে
শত রঙের ছবি তুলে
দিকে দিকে শত বাঁধ
দেখবে বর্ষাকালে...
সবকিছু ঠেলে
সমুদ্র মিলনে চলছি ছুটে
ছলনাময় বাঁধন
ক্ষণিক মাত্র
গতি কমে গেলে অদৃশ্য
উদার সাগর দেখার আশায়
নিত্য চলা  
করতে হবে অনন্ত যাত্রা
একদিন হবে সাগরে মিলন।

-------------------------