- জীবন যাত্রা -
- শ্রী সুমন রঞ্জন সেন
১১/০৩/২০১৯ ইং
দুঃখে ভরা জীবন যাত্রা
কেহ থাকে চলার কাজে,
শত আছে দেখে চলে
মগ্ন যেন নিত্য সাজে।
কথা বলব কাহার সাথে
হৃদয় করে শুধু আনচান,
লেখার ইচ্ছা যখন জাগে
লিখে যাই যে মনের এ গান।
চিত্ত নাচে সুখে-দুঃখে
নতুন ধারায় নিত্য কর্ম,
কর্ম দেখে অন্তর জাগে
কেঁপে উঠে শুধু মর্ম।
জগত সাজায় যারা কাজে
মঙ্গল যে হোক জীবন যাত্রা,
অন্তর দিয়ে ব্যক্ত করি
বৃদ্ধি হোক এ গতির মাত্রা।
লেখা পড়ে জ্ঞান বাড়বে
মনের মাঝে হাসি রবে,
এমন ভাবে সেবা করে
লেখার আশা সার্থক হবে।
Suman Ranjan Sen
Karimganj,Assam, India.