হৃদয় পাখি
         © সুমন রঞ্জন সেন
              9/12/2020
হৃদয় পাখি আসবে কবে
হৃদয় জুড়ে থাকবে মনে,
দিবানিশি থাকবে পাশে
মুচকি হাসবে ক্ষণে ক্ষণে।

হৃদয় আকাশ খুলে দেব
আমি শুধু যে তোমারি,
সুখে দুঃখে সদা চলা
চিরদিনই তুমি আমারি ।

বুকের মাঝে এ বুক রেখে
কত আশা মনে গাঁথা,
হাতের মাঝে দু হাত রেখে
বলব মনের সকল কথা।

কথায়, রূপে মধু মাখা
মনের মাঝে কত আশা
জেগে ওঠবে প্রেম শাখা
দুইটি মনের ভালোবাসা।