হৃদয় মাঝে
                 সুমন রঞ্জন সেন
                 ১২/১২/২০১৮ইং
উদার করে দিয়েছ যখন
হাস্যময় তুমা মন,
পরশে মম হৃদয় মাঝে  
রাখব সারা জীবন।

তনু লাবণ্য নব তরঙ্গে
করব নানা লীলা,
সঙ্গ যখন কোমল মনে
দেখবে কত খেলা।

ভুবনে মাঝে ফুটন্ত কুসুম
গন্ধে মুগ্ধ আকাশ,
হৃদয় মিলনে নব জ্যোতি
বহে চলে বাতাস।

তুমা থেকে  শুরু যেন  
নব যাত্রা  গগনে,
দরজা খুলে জুড়িয়ে প্রাণে
প্রণয় ধারা জীবনে।

Suman Ranjan Sen
Karimganj ,Assam, India