হোলি খেলে
          শ্রী সুমন রঞ্জন সেন
             22/03/2019
হোলি খেলে তোকে ছোঁয়া
একটু যে হাত চিকন গালে ,
খেলে খেলে একটু মিলন
আবির দিয়ে হোলির তালে।

দেখে অন্তর এমনি বিভোর
সাজবে এবার নব রঙ্গে,
আবির দিয়ে খেলা হবে
নানা ভাবনা মিলন সঙ্গে।

মায়ার টানে কাছে থাকা
চিত্ত মাঝে কেমন যে ঢেউ!
নয়ন মাঝে শুধু দেখা
তোর মতন এমন নয় কেউ।

নিত্য থাকে আপন ভেবে
অহং নয় যে মুক্ত মনে,
খুশি মনে হোলি খেলে
আগলে রাখে বক্ষ বনে।

আমি যেমন তুমি তেমন,
সমান তালে ভালোবাসা,
স্পর্শে যেন হৃদয় নাচে
পূর্ণ হচ্ছে প্রেমের আশা।

হোলি খেলে দৃশ্য রঙিন
আনন এবার নব সাজে,
সাথে থাকলে চলার পথে
শান্তি মিলবে জীবন মাঝে।

Suman Ranjan Sen
Karimganj,Assam,India.